কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লিবীয় সংঘাতে রাশিয়ার হস্তক্ষেপ বৃদ্ধি

ভয়েস অব আমেরিকা (আমেরিকা) প্রকাশিত: ৩০ মে ২০২০, ০৫:৩৪

AFRICOM 'র কয়েকজন কর্মকর্তা লিবিয়া সংঘাতে রাশিয়ার হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন I লিবিয়াকে অস্থিতিশীল করে রাশিয়া সেখানে তার অবস্থা মজবুত করার উদ্যোগ নিয়েছে, যেমনি তারা করেছে সিরিয়া ও ক্রাইমিয়ার ক্ষেত্রে I

লিবিয়ার বিবাদমান দুটি দলের মধ্যে অন্যতম, জেনারেল খলিফা হাফতারের প্রতি সমর্থন জানিয়ে ও তাদের সেনাদের অবস্থান জোরদার করতে, রাশিয়া সেখানে ১৪টি মিগ্ জঙ্গি বিমান ও কতগুলি SU 24 বোমারু বিমান পাঠিয়েছে I এই খবরকে সত্যায়ন করেছেন AFRICOM 'র উপ-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল, গ্রেগরী হাডফিল্ড I মস্কো অবশ্য AFRICOM 'র দাবী প্রত্যাখ্যান করেছে I

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও