কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে আরও ১৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মে ২০২০, ০২:২৬

চট্টগ্রামে নতুন করে আরও ১৫৯ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।তাদের নিয়ে চট্টগ্রাম মহানগর ও উপজেলা মিলিয়ে আক্রান্তের সংখ্যা হয়েছে দুই হাজার ৫৮৮ জন।শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস (সিভাসু) ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩৮৯টি নমুনা পরীক্ষা করে ১৫৯ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে বলে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান।

চট্টগ্রাম মেডিকেল ল্যাবে শুক্রবার ২৩১টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া যায় ৯৭ জনের। তাদের মধ্যে মহানগরী এলাকার ৯৩ এবং বিভিন্ন উপজেলার চারজন আছেন।সিভাসু ল্যাবে এদিন নমুনা পরীক্ষা হয় ১৪১টি। এর মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ৬১ জনের। তাদের মধ্যে মহানগরী এলাকার ২২ জন এবং উপজেলা পর্যায়ের ৩৯ জন আছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয় ১৭টি। করোনাভাইরাস সংক্রমণ পাওয়া যায় একজনের মধ্যে।চট্টগ্রাম জেলায় শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২ জন।জীবাণুমুক্ত করার অংশ হিসেবে বন্ধ থাকায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে শুক্রবার কোনো নমুনা পরীক্ষা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও