কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আক্রান্ত পুলিশের সংখ্যা ৪৫০০ ছাড়াল

নয়া দিগন্ত প্রকাশিত: ২৯ মে ২০২০, ২২:৫৬

দায়িত্ব পালন করতে গিয়ে শুক্রবার পর্যন্ত চার হাজার ৫০০ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, ‘সংক্রমিত মোট পুলিশ সদস্যের মধ্যে এক হাজার ৫৬৩ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।’

তিনি আরও বলেন, প্রতি তিনজন সংক্রমিত পুলিশ সদস্যের মধ্যে একজন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছেন, যা মোট আক্রান্তের ৩৪ দশমিক ৩৯ শতাংশ।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, অব্যাহত চেষ্টা এবং নির্দেশনার ফলে সংক্রমিত পুলিশের সুস্থতার হার সন্তোষজনক এবং তাদের মধ্যে নতুন সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

সাধারণ মানুষের পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সামনের সারির যোদ্ধা চিকিৎসক, নার্স, পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। এদিকে, কোভিড-১৯ এ ১৫ পুলিশ সদস্য মারা গেছেন বলে পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে। সংক্রমিত পুলিশ সদস্যদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও