কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হাসপাতালের করোনা ল্যাবে বানরের হামলা, রক্তের নমুনা ছিনতাই!

সময় টিভি প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৯:৩০

করোনাভাইরাস শনাক্তের জন্য রক্তের নমুনা রাখা ছিল হাসপাতালের ল্যাবে। সেখানে হামলা চালাল বানর। ল্যাবের টেকনিশিয়ানকে হটিয়ে সেই ল্যাবে ঢুকে পড়ে বানর। এরপর ৩ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর রক্তের নমুনা রাখা শিশি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় সার্জিক্যাল গ্লাভসও। এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, বানরটি সেই রক্তের নমুনার শিশি আর গ্লাভস নিয়ে গাছে চড়ে বসেছে। সেখানে গ্লাভস চিবিয়ে খাওয়ার চেষ্টা করছে। কয়েক দিন আগে ভারতের পশ্চিম উত্তরপ্রদেশের মেরঠ মেডিকেল কলেজ ও হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। ঘটনা জানাজানি হওয়ার পর কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করলেও তারা দাবি করেছে, বানরে নিয়ে যাওয়া নমুনার মধ্যে কোনও করোনা রোগীর লালারস ছিলো না। তাদের দাবি, এগুলি করোনাভাইরাস পরীক্ষার নমুনা ছিল না, তবে করোনার রোগীদের থেকে কিছু রক্তের নমুনা রুটিন টেস্টের জন্য নেওয়া হয়েছিল। যে ল্যাব টেকনিশিয়ানের কাছ থেকে ওই নমুনা ছিনিয়ে নিয়ে যায় ওই বানরটি তিনি জানিয়েছেন যে তিনি আবার নতুন করে নমুনা সংগ্রহ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও