কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্ত্রীকে নিজের গানের মডেল করলেন নোবেল

সময় টিভি প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৯:৩১

‘সারেগামা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল জানিয়েছেন, তার পরবর্তী ‘তামাশা’ গানের প্রচারের জন্য নেতিবাচক মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। আর এই গানটিতে মডেল হয়েছেন নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ।

বৃহস্পতিবার (২৮ মে) নোবেলের বাসায় ভিডিওটির শুটিং হয়েছে। স্বামীর গানের ভিডিওতে মডেল হতে পেরে ভীষণ খুশি সালসাবিল।  উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, কখনো ভাবিনি আমি গানের মডেল হবো। খুব ভালো লাগছে। দেখা যাক পর্দায় কেমন দেখায়। নোবেল বলেন, প্রথম মৌলিক গানের শুটিং বৃহৎ পরিসরে করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে আমি কাজটি করতে পারিনি। তাই বাসাতেই ছোট পরিসরে করেছি। গানে বউকে মডেল করেছি। এতে করে মিউজিক ভিডিওর মডেলের খরচটাও বেঁচে গেল। সবচেয়ে বড় কথা, আমার প্রথম মৌলিক গানে আমরা দুজনই থাকলাম। ‘তামাশা’ গানটির কথা ও সুর করেছেন জিহান। সংগীত করেছে নোবেলম্যান টিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও