কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেবিদ্বারে করোনায় মৃত ব্যক্তির দাফনে ‘হ্যালো ছাত্রলীগ’

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৮:৪৬

করোনায় মারা যাওয়া ব্যক্তিদের স্বেচ্ছাশ্রমে জানাজা, দাফনসহ যাবতীয় ব্যবস্থা করছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের গঠিত ‘হ্যালো ছাত্রলীগ’র ওরা ৪১ জন নামের একটি দল।    শুক্রবার সকাল ১০টায় উপজেলার ভিরাল্লা এসকে উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খসরুল আলম (রিপন) খাঁনের জানাজা এবং দাফন কাজ সম্পন্ন করে তারা।

জানা যায়, খসরুল আলম (রিপন) খাঁন শুক্রবার সকালে ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা যান। তার মরদেহ গ্রামের বাড়ি ভিরাল্লা নিয়ে আসা হয়। পরে দেবিদ্বারের এমপি রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় ছাত্রলীগের ৪১ সদস্যের ওই টিম জানাজা ও দাফনের ব্যবস্থা করেন। কুমিল্লা (উঃ) জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক এর নেতৃত্বে 'হ্যালো ছাত্রলীগ’র ওরা ৪১ জনে আছেন ছাত্রলীগ নেতা নাজমুল হাসান, মো. আনোয়ার হোসেন বাপ্পু, মো. আমির হোসেন, হাফেজ তোফায়েল, ক্বারী কামাল উদ্দিন, হাফেজ নাজিম উদ্দিন ও মাওলানা খালিদ সরকার প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও