কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খুলনার ৪ জেলায় আরও ২১ জনের করোনা শনাক্ত

প্রথম আলো প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৮:১৮

খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে ৪ জেলায় আজ শুক্রবার ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ১০ জেলায় ৪৭৬ জনের করোনা শনাক্ত হলো। আর মারা গেছেন আটজন।বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত জেলা যশোর এবং সবচেয়ে কম আক্রান্ত জেলা হলো মেহেরপুর। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মেহেদী হাসান জানান, আজ খুলনা জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন ও মারা গেছেন ৩ জন। কুষ্টিয়া জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের।


এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ২৬ জন। এ জেলায় কেউ মারা যাননি। চুয়াডাঙ্গা জেলায় নতুন একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩২ জন এবং একজন মারা গেছেন। নতুন অপর শনাক্ত রোগী মেহেরপুর জেলার। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ জন। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন এবং একজন মারা গেছেন। আজ বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হননি। তবে যশোর জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০০ জন শনাক্ত হয়েছেন।


কেউ মারা যাননি। বাগেরহাট জেলায় এ পর্যন্ত ২৫ জন শনাক্ত হয়েছেন। মারা গেছে দুজন। সাতক্ষীরায় এ পর্যন্ত ৪০ জন শনাক্ত হলেও কেউ মারা যাননি। ঝিনাইদহে ৪৭ জন শনাক্ত হলেও ইতিমধ্যে ২৩ জন সুস্থ হয়েছেন। কেউ মারা যাননি। মাগুরায় ২১ জন শনাক্ত। এর মধ্যে ১৮ সুস্থ হয়েছেন। কেউ মারা যাননি। নড়াইলে ২২ জন শনাক্তের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। মারা গেছে একজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও