কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘর নেই খাবার, সন্তানদের আড়ালে কাঁদেন শিখারানী

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৮:০৪

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূণিঝড়ে স্বপ্ন ভেঙেছে বিধবা শিখারানীর (৫২)। ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে তিনিসহ আহত হয়েছেন তার ছেলে বিশ্বজিত বিশ্বাস (২৩) ও নয়ন বিশ্বাস (১৫)।

শিখা রানীর সম্পত্তি বলতে আছে ৬ শকত জমি। ওই জমিতেই ছিল মাথা গোজার ঠাঁই, টিন-কাঠের একখানা ঘর। বুধবার রাত ৯ টার দিকে ডুমুরিয়া গ্রামের এই শিখা রানীর ঘরটি তছনছ হয়ে যায় ঝড়ের তাণ্ডবে। আংশিক উড়ে বেধে যায় গাছের ডগায়।

শিখা রানীর বড় ছেলে বিশ্বজিত খুলনা বিএল কলেজের ছাত্র। আর ছোট ছেলে নয়ন বিশ্বাস স্থানীয় হাজী রাজা উল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্র। ঘরে থাকা দু-চার দিনের চাল, দুই ভাইয়ের বইপত্র সবই মাটিতে মিশে গেছে ঝড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও