কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভাইরাসে নয়, বেশি প্রাণহানি ঘটবে অন্য একাধিক কারণে!

বণিক বার্তা প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৫:০০

সারা দুনিয়া যখন করোনাভাইরাস নিয়ে ব্যস্ত তখন ব্যাপকবিস্তৃত দুর্ভিক্ষ বা ক্যানসার চিকিৎসার অভাবের মতো বিষয়সহ সব মিলিয়ে যে সমান্তরাল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে তা ভাইরাসের কারণে মৃত্যুকে ছাড়িয়ে যেতে পারে। এমন আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা।বর্তমান পরিস্থিতির কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরলেই তা স্পষ্ট হবে।

গিনির মধ্যাঞ্চলের মেলিয়ান্দোতে বাড়ির কাছে এক জঙ্গলে খেলছিল দুই বছরের মিশু এমিল উয়ামুনো। এই জঙ্গলে আরেকটি প্রাণি বাস করে যেটি শিশুরা প্রায়ই ধরে এবং বাড়িতে এনে কাবাব বানিয়ে খায়। সেটি হলো বাঁদুর।

২০১৩ সালের ২৮ ডিসেম্বর ছোট্ট এমিলি অসুস্থ হয়ে পড়ে। এক অজানা রহস্যময় রোগে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তার মা, বোন এবং দাদিও দ্রুতই আক্রান্ত হন। এই পরিবারের শেষকৃত্যের পর ক্রমেই রোগটি আশেপাশে ছড়িয়ে পড়ে। ২০১৪ সালের ২৩ মার্চ ৪৯ জন আক্রান্ত এবং ২৯ জন মৃত্যুর খবর পাওয়া যায়। ততোদিনে বিজ্ঞানীরা এ রোগ ইবোলা বলে চিহ্নিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে