কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাভাবিক হচ্ছে আবহাওয়া, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৫:০১

ঘূর্ণিঝড় আম্পান ও এর পরবর্তী প্রভাবে প্রায় ১০ দিনের বেশি বৈরী আবহাওয়া বিরাজ করছিল দেশজুড়ে। সেই বৈরী আবহাওয়া কেটে গিয়ে স্বাভাবিক হয়ে আসছে পরিস্থিতি। দেখা মিলেছে হালকা কড়া রোদের। ফলে সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেতের লাল নিশানও পাঁচদিন পর নামিয়ে ফেলা হয়েছে।

শুক্রবার (২৯ মে) আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম অঞ্চল ছাড়া প্রায় সারাদেশেই হালকা কড়া রোদের দেখা মিলেছে। বৃষ্টিপাত কমে এসেছে। ধীরে ধীরে আরো কমে দু'একদিনের মধ্যেই তাপমাত্রা আরো বাড়বে। বিকেল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়া অধিদফতর এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় শনিবার সকাল নাগাদ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও