কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২০ দিনে প্রায় ২০ গুণ রোগী বাড়ল নোয়াখালীতে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৩:২৭

নোয়াখালীতে আরও ২৩ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭৯ জনে। গত ১০ মে পর্যন্ত নোয়াখালীতে শনাক্ত ২৩ জন থাকলেও এখন তা বৃদ্ধি পেয়ে ৪৭৯ জনে পৌঁছেছে। ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের।

শুক্রবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান। তিনি বলেন, নতুন যাদের করোনা শনাক্ত হয়েছে ২৬ ও ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যবে পাঠানো হয়। ২৮ মে রাতে রিপোর্ট আসে।

শনাক্তকৃতদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৪ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৪০৫ জন নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও