কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতেও শুরু হচ্ছে কভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল

বণিক বার্তা প্রকাশিত: ২৯ মে ২০২০, ১৩:০২

ভারতেও কভিড-১৯ ভ্যাকসিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার প্রস্তুতি চলছে। আগামী অক্টোবর মাসেই প্রাণির দেহে ভ্যাকসিনের পরীক্ষামূলক শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন উপদেষ্টা।

কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে ৩০টি দল কাজ করছে। এর মধ্যে ২০টি দল অনেকখানি এগিয়ে গেছে। তবে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে এখনো বছরখানেক লেগে যাবে। সব ঠিক থাকলে প্রথমে স্বাস্থ্যকর্মী, তারপরে বয়স্ক ব্যক্তি এবং যারা বেশি ঝুঁকির মধ্যে আছেন তাদেরই আগে এ ভ্যাকসিন দেয়া হবে।

কভিড-১৯ এর ভ্যাকসিন বিশ্বব্যাপী কয়েকশ প্রতিষ্ঠান ও সংস্থা কাজ করছে। এরই মধ্যে চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মানদেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

এখন ভারতও দাবি করছে, তারাও ভ্যাকসিন তৈরিতে অনেকখানি এগিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) দেশটির প্রধানমন্ত্রীর মুখ্য বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কে বিজয় রাঘবন দাবি করেন, সাধারণত প্রতিষেধক বানাতে দশ-বারো বছর সময় লাগে। আমরা তা কমিয়ে এক বছরের মধ্যে করার চেষ্টা করছি।

তিনি বলেন, একটি প্রতিষেধক আবিষ্কারের পরে তা উন্নত করার কাজ চালু থাকে। সুতরাং যারা পিছিয়ে রয়েছে তাদের সামনেও সুযোগ রয়েছে। ভারতীয় বিজ্ঞানীরা বিভিন্নভাবে প্রতিষেধক তৈরির কাজ করছেন। কোনোও দল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আবার কোনো দল বিদেশী গবেষণাগারের সহযোগিতায় কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও