কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ওষুধ নয়, ঘরোয়া সাত সহজ উপায়েই দূর হবে হজমের সমস্যা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ মে ২০২০, ১২:০২

খাবার-দাবারে একটু অনিয়ম হলেই দেখা দেয় হজমের সমস্যা। যা খুবই অস্বস্তিকর। অনেকেই এই সমস্যা থেকে রক্ষা পেতে গ্যাসের ওষুধ সেবন করে থাকেন। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
মূলত অস্বাস্থ্যকর খাবার, ব্যায়াম না করা,পানি শূন্যতা, অতিরিক্ত ধূমপান করা, মানসিক চাপ, অপুষ্টি, ঘুমের অসুবিধা ইত্যাদি কারণে হজমে সমস্যা হয়। জানেন কি, ওষুধ ছাড়াই ঘরে কিংবা আশপাশেই আছে হজমের সমস্যা দূর করার উপায়। চলুন জেনে নেয়া যাক দীর্ঘদিনের পুরনো হজমের সমস্যা নিমিষে দূর করার সাতটি ঘরোয়া উপায়-

> হজম সমস্যা দূর করতে আপেল জুড়ি নেই। আপেল সিদ্ধ করে সেই রস খেলে হজম ক্ষমতা বাড়ে। এটি খালি পেটে নিয়মিত খেলে বদহজম দূর হয়।

> হজম সমস্যা দূর করার বড় দাওয়াই হচ্ছে কাঁচা হলুদ। এক টুকরো কাঁচা হলুদ নিমেষেই আপনাকে দেবে স্বস্তি।

> খালি পেটে উষ্ণ গরম পানি পেটের সমস্যা দূর করে। সঙ্গে পেটের ফাপা ফাপা ভাব দূর করে।

> জিরার গুঁড়া পানিতে মিশিয়ে গরম করে খেলে হজম ক্ষমতা বাড়ে। এটি পেটের চর্বিও দূর করে।

> এলাচে ঝাঁজ থাকলে নিয়মিত চিবিয়ে খান। দেখবেন পেটের আরাম দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও