কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩১ মে থেকে পশ্চিম জোনে চালু হচ্ছে ৪ ট্রেন

ইত্তেফাক প্রকাশিত: ২৯ মে ২০২০, ১১:৫৪

শর্তসাপেক্ষে ও স্বাস্থ্যবিধি মেনে আগামী ৩১ মে থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনে চারটি আন্তঃনগর ট্রেন চালু হতে যাচ্ছে। জোনের পাকশী ডিভিশন হতে চিত্রা ও বনলতা এক্সপ্রেস এবং লালমনিরহাট ডিভিশনে পঞ্চগড় ও লালমনিরহাট এক্সপ্রেস চলাচল করবে।


প্রথম ‘ক’ শ্রেণিভুক্ত এই যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনগুলো রাজধানী ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করবে বলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা সংক্রমণ রোধকল্পে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে আসন বিন্যাসের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রেনগুলো মোট আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারে বলে প্রাথমিকভাবে আলোচনা চলছে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) আসাদুল হক ইত্তেফাককে জানান, ‘চিত্রা এক্সপ্রেস’ ঢাকা-খুলনা-ঢাকা, ‘বনলতা এক্সপ্রেস’ চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা- চাঁপাইনবাবগঞ্জ, ‘পঞ্চগড় এক্সপ্রেস’ পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় এবং ‘লালমনিরহাট এক্সপ্রেস’ লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট মধ্যে চলাচল করবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। ৩০শে মে শনিবার রেলপথ মন্ত্রণালয়ের জরুরী সভায় চূড়ান্ত হবে বলে তিনি জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও