কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোববার থেকে যেসব ট্রেন চলবে

এনটিভি প্রকাশিত: ২৯ মে ২০২০, ১১:৪০

আগামী রোববার থেকে সীমিত আকারে যাত্রীবাহী ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। দুই দফায় ১৭টি আন্তনগর ট্রেন চালু করা হবে। আর চলাচল করা ট্রেনের অর্ধেক আসনের টিকেট বিক্রি করা হবে। মাঝপথে কম যাত্রাবিরতি থাকবে। হ্যান্ড স্যানিটাইজার ও বাথরুমে সাবানের ব্যবস্থা করা হবে।রেলওয়ে সূত্র জানিয়েছে, রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে শতাধিক আন্তনগর ট্রেন চলাচল করে।

রোববার থেকে আটটি ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ঢাকা-চট্টগ্রাম পথের সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেস, ঢাকা-সিলেট পথে কালনী এক্সপ্রেস, ঢাকা-পঞ্চগড় পথে পঞ্চগড় এক্সপ্রেস, ঢাকা-রাজশাহী পথে বনলতা এক্সপ্রেস, ঢাকা-লালমনিরহাট পথে লালমনিরহাট এক্সপ্রেস, চট্টগ্রাম-সিলেট পথে উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস এবং ঢাকা-খুলনা পথে চিত্রা এক্সপ্রেস ট্রেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও