কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বে করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি যুক্তরাজ্যে

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ মে ২০২০, ০৮:৫৭

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হারের দিক দিয়ে সবার উপরে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত দুই লাখ ৬৯ হাজার একশ ২৭ জন হলেও মারা গেছে ৩৭ হাজার আটশ ৩৭ জন।  তবে মোট মৃত্যুর দিক থেকে তালিকার এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬৮ হাজার চারশ ৬১ জন। 

জানা গেছে, ব্রিটেনে চলতি বছরের মার্চের শেষের দিক থেকে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ওয়ার্ল্ডয়োমিটারের করা করোনা তালিকায় বর্তমানে পাঁচ নম্বরে রয়েছে ব্রিটেন। 

কিন্তু তালিকার দুই নম্বরে থাকা দেশ ব্রাজিলে করোনায় মারা গেছে ২৬ হাজার সাতশ ৬৪ জন। অথচ ব্রিটেন আক্রান্তের দিক দিয়ে পাঁচ নম্বরে থেকেও মৃতের সংখ্যায় দুই নম্বরে উঠে গেছে। আর মৃত্যুর হারের দিক দিয়ে এক নম্বরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও