কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে নির্বাহী আদেশে ট্রাম্পের সই

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৯ মে ২০২০, ০৭:২৪

ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জন্য একটি নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মে) এই আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। খবর বিবিসির। এর আগে নিজের এজেন্ডাকে সমর্থন করে না এমন সামাজিক যোগাযোগ মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

জানা গেছে, এই আদেশের কারণে আইনগত কিছু সুরক্ষা হারাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এছাড়া ওই নির্বাহী আদেশে ফেসবুক- টুইটারের মতো সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ আইনগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

বলা হচ্ছে, বড় ধরনের স্যোশাল মিডিয়া প্লাটফর্মগুলোর ক্ষমতা কমানোই এর উদ্দেশ্য। তবে আদেশে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। ট্রাম্পের টুইট বিভ্রান্তিকর দাবি করে টুইটার মঙ্গলবার প্রথম ‘ফ্যাক্ট-চেক’ করার ওই পদক্ষেপ নেওয়ার পর থেকেই রেগে আছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও