কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বোচাগঞ্জে বাড়িতে চিকিৎসা নিয়েই তিনজনের করোনা জয়

কালের কণ্ঠ প্রকাশিত: ২৯ মে ২০২০, ০০:০৯

বাড়িতে চিকিৎসা নিয়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌসের স্বামীসহ তিনজন করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন। করোনাভাইরাস থেকে মুক্ত হওয়া অন্য দু’জন হচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক ও সেতাবগঞ্জ পৌর এলাকার ফায়ার সার্ভিসের (ডিপ পাড়ার) এক নারী।

বৃহস্প্রতিবার রাতে রির্পোট পাওয়ার পরেই বোচাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস তিনজনকে হোম আইশোলেসন থেকে মুক্ত ঘোষণা করেন এবং তাদেরকে করোনা মুক্তির ছাড়পত্র প্রদান করেন। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনাভাইরাসের মুক্তির সনদপত্র ও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়াও তাদেরকে পুষ্টিকর খাদ্যসামগ্রী দেওয়া হয়।  জান্নাতুল ফেরদৌস কালের কণ্ঠকে বলেন, তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তাদের পরিবারের লোকজন সর্তকভাবে থাকায় কেউও আক্রান্ত হননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও