কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কক্সবাজারে করোনা শনাক্তে রেকর্ড, নতুন আক্রান্ত ৭৬

এনটিভি প্রকাশিত: ২৮ মে ২০২০, ২২:৫৫

কক্সবাজারে হু হু করে বাড়ছে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা। জেলায় সর্বত্র ছড়িয়ে পড়ছে করোনা রোগী। আজ বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সর্বোচ্চ সংখ্যক করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

মেডিকেল কলেজের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে ৮২ জনের। এর মধ্যে নতুন রোগী ৭৬ জন। বাকি ছয় জন ফলোআপ রোগী।

সূত্র জানায়, নতুন ৭৬ জন রোগীর মধ্যে কক্সবাজার জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে রেকর্ড ৫৯ জনের। বাকি করোনা রোগীর মধ্যে পার্শ্ববর্তী বান্দরবান জেলার চারজন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পাঁচজন এবং লোহাগড়া উপজেলার আটজন রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও