কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুরিয়ারে পার্সেলের আড়ালে দেড় কোটি টাকা মূল্যের হেরোইন, আটক ২

বার্তা২৪ প্রকাশিত: ২৮ মে ২০২০, ২০:৫৮

ঢাকার সাভার ও আশুলিয়া হতে কুরিয়ার সার্ভিসে খাদ্য সামগ্রীর আড়ালে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ ২ জনকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৮ মে) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ এ কর্মরত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী।

র‍্যাবের এই এসপি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় অভিযান পরিচালনা করি। সেখানে কুরিয়ার সার্ভিসে খাদ্য সামগ্রীর আড়ালে পাচার হয়ে আসা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৬৫০ গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করি।

আটকেরা হলেন, সৈবুর রহমান (৩২) ও নাজমা আক্তার (২৮)।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, তারা দীর্ঘদিন যাবৎ কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের আড়ালে হেরোইন পাচার করে আসছে। স্থানীয়ভাবে আসামিদের সম্পর্কে যাচাই-বাছাইকালে জানা যায়, তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করে আসছে। স্বামী রাজমিস্ত্রী ও স্ত্রী গার্মেন্টসে কাজ করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও