কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আরও ২৪৩ পুলিশ সদস্য করোনামুক্ত

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৯:৪৪

করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে পুলিশে আক্রান্ত সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে সুচিকিৎসা নিশ্চিত হওয়ার ফলে একইসঙ্গে বাড়ছে সুস্থতার সংখ্যাও। বৃহস্পতিবার (২৮ মে) সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন করে পুলিশের ২৪৩ জন সদস্য করোনামুক্ত হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৫২৩ জন। সর্বশেষ সুস্থ হওয়া ২৪৩ জন করোনা আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ২৪৩ পুলিশ সদস্যদের পরপর দুই বার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। হাসপাতাল ত্যাগ করার সময় সবাইকে ফুল ও মাস্ক দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও