কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শ্রীমঙ্গলে ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৮ মে ২০২০, ২০:০২

মৌলভীবাজার: মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা ও যত্রতত্র ঘুরে বেড়ানোয় ১৫ ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

পৃথকভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন। ইউএনও নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, বুধবারের (২৭ মে) তুলনায় বৃহস্পতিবার শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যবসায়ী/দোকান-কর্মচারী এবং সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন ও শারীরিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


এর আগে বুধবার দুপুর থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত একযোগে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬৭  ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২৮, ২০২০ বিবিবি/ওএইচ/

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও