কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মসলিন শাড়ি গুছিয়ে পরবেন কীভাবে?

বার্তা২৪ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৮:৩৮

কিছু ঐতিহ্য সবসময়ের। যুগ যুগ ধরে রয়ে যায় তার আবেদন। এমনই একটি দেশীয় ঐতিহ্য হল মসলিন তন্তু ও মসলিনের শাড়ি। ফুটি কার্পাস নামক বিশেষ এক ধরণের তুলার আঁশ থেকে প্রস্তুত করা হত মসলিন। স্বচ্ছ সেই মসলিন নাকি চলে যেত আংটির ভেতর দিয়ে। আবার গজের পর গজ ভাজ করে রাখা যেত ম্যাচের বক্সে। সেই আদি মসলিন আজ বিলুপ্ত। প্রাচীন ঐতিহ্যকে এখনো ধরে রেখেছে আধুনিক মসলিন। এই তন্তুর কাপড় খুবই হালকা ও স্বচ্ছপ্রায়।

মসলিন কাপড়ের এমন বিশেষ বৈশিষ্ঠ্যের জন্যেই মসলিনের শাড়িগুলো পরার পর ফুলে থাকে অনেকখানি। ফলে শাড়ি পরতে ভালোবাসলেও অনেকেই মসলিনের শাড়ি এড়িয়ে যান।

এক্ষেত্রে মসলিনের শাড়ি পরার জন্য কিছু বিশেষ নিয়ম জানা থাকলে অন্যান্য শাড়ির মত মসলিন শাড়ি পরাও সহজ হয়ে যায়। ২০১৪ সাল থেকে বিভিন্ন তন্তু, কাপড় ও শাড়ি নিয়ে কাজ করা অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ‘গুটিপোকার’ কর্ণধার আফসানা সুমী জানিয়েছেন মসলিন শাড়ি পরার আটটি চমৎকার কৌশল। যা মসলিন শাড়ি পরার ধরণকে সহজতর করতে খুব ভালো কাজে দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও