কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিরাজগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ দুইজনের মৃত্যু

সমকাল প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৮:২৮

সিরাজগঞ্জে করোনার উপসর্গ নিয়ে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা এবং একজন জুটমিল শ্রমিমের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে ওই দু’জনসহ তাদের স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা সদরের পৌর এলাকার মাছুমপুর মহল্লার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি এবং জনতা ব্যাংকের সিরাজগঞ্জ শহরের প্রধান শাখার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন (৬৭) এবং কাজিপুর উপজেলার শুভগাছা বড়বাড়িয়া গ্রামের জুটমিল শ্রমিক আবুল
কালাম (৫৫)।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ওহৃদরোগে ভুগছিলেন। তার হার্টে রিং পড়ানোসহ বাইপাস সার্জারিও করা ছিল। দুইদিন ধরে নতুন করে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে মারা যান মোয়াজ্জেম হোসেন। খবর পেয়ে মেডিকেল টিম পাঠিয়ে মৃত ব্যক্তি ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও