কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সোনু সুদের নামে সন্তানের নাম রেখেছেন এক পরিযায়ী শ্রমিক

চ্যানেল আই প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৬:৫০

বেশিরভাগ মানুষ যখন ঘরবন্দী, তখন ভারতের পরিযায়ী শ্রমিকদের পায়ে হেটে শত শত মাইল পাড়ি দিতে হচ্ছে বাড়ি ফেরার জন্য। বলিউড অভিনেতা সোনু সুদ মুম্বাইয়ে আটকে পড়া বিভিন্ন রাজ্যের কিছু অতিথি শ্রমিককে ঘরে পাঠানোর ব্যবস্থা করেছেন নিজ উদ্যোগে। সোনু সুদের সাহায্যে ঘরে ফেরা তেমনই এক শ্রমিক তার সন্তানের নাম রেখেছেন ‘সোনু সুদ’। এই খবর পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন সোনু সুদ।

সোনু সুদ, স্রেফ নিজের দায়িত্বে প্রায় ১২ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন। একটানা ১৮ ঘণ্টা দাঁড়িয়ে থেকে শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য কাজ করেছেন তিনি। এখানেই শেষ নয়, যে কেউ যোগাযোগ করতে পারছেন সোনু সুদ এর সাথে। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি ফোন নম্বর শেয়ার করেছেন। সেখানে যেই সাহায্য চাইছেন, তাদের কাউকেই ফেরাননি অভিনেতা।

কঠিন এই সময় নেয়া এমন উদ্যোগে সোনু সুদ রাতারাতি দেশের বহু মানুষের কাছে এখন আসল ‘হিরো’। চরম বিপদে তার উপকারের কথা চিরস্মরণীয় করে রাখতে তাই এক শ্রমিক এই নায়কের নামে নিজের সন্তানের নাম রেখেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও