কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা তাড়াতে ভারতের উড়িষ্যায় নরবলি

চ্যানেল আই প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৭:৫৩

করোনা তাড়াতে নরবলি দিতে হবে এমন স্বপ্নাদেশ পেয়ে পঞ্চাশ বছরের এক ব্যক্তির মুণ্ডচ্ছেদের ঘটনা ঘটিয়েছে ভারতের উড়িষ্যার দেবী ব্রাহ্মণী মন্দিরের বৃদ্ধ পুরোহিত।

পুলিশ জানিয়েছে: কিছু দিন আগে স্বপ্নে দৈব আদেশ শুনতে পান বলে দাবি করেছেন ব্রাহ্মণী মন্দিরের পুরোহিত ৭০ বছর বয়েসী সংসারী ওঝা। স্বপ্নে তাকে দেবী ব্রাহ্মণী আদেশ দেন, করোনা মহামারী থেকে রক্ষা পেতে হলে নরবলি দিতে হবে।

বুধবার রাতে মধ্যবয়েসী ভক্ত সরোজ কুমার প্রধান ওই মন্দিরের ভিতরে মাথা নুইয়ে শ্রদ্ধা জানানোর সময় পিছন থেকে এসে দা দিয়ে পর পর তার ঘাড়ে কোপ মেরে দেহ থেকে মুণ্ডচ্ছেদ করে দেন পুরোহিত সংসারী।আথাগড়ের মহকুমা পুলিশ আধিকারিক অলোক রঞ্জল রায় জানিয়েছেন: পরে ওই পুরোহিত পুলিশের কাছে আত্মসমর্পণ করে অপরাধ স্বীকার করেন।

তবে পুলিশের দাবি: নিহত সরোজের সঙ্গে গ্রামের বাইরে এক আমবাগান কেন্দ্র করে সংসারীর পুরনো শত্রুতা ছিল। ঘটনায় অভিযুক্ত সংসারী ওঝাকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে খুনের হাতিয়ার সেই দা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও