কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এনবিআরের ২১ কর্মকর্তা করোনায় আক্রান্ত

বার্তা২৪ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৭:২০

এ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২১ জন কাস্টমস-ভ্যাট কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।এনবিআরের সিনিয়র তথ্য অফিসার বার্তা২৪.কমকে বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে ২৮ মে পর্যন্ত এনবিআরের ২১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরো জানান, উপ কর কমিশনার সুধাংশু কুমার সাহা, তার স্ত্রী, সাত বছরের মেয়ে ও গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সুধাংশু ও তার বাসার সবার কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। কাস্টমস-এনবিআরের সুধাংশু কর্মকর্তা কর অঞ্চল-৩ ঢাকায় কর্মরত রয়েছেন।

শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুধাংশু কুমার সাহা ২৭তম ব্যাচের বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের কর্মকর্তা। এর আগে কর অঞ্চল-৪ চট্টগ্রামের একজন কর পরিদর্শক পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও