কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেঘনা উপকূলে ভাঙন আতঙ্ক, ঈদেও ছিল না আনন্দ

বার্তা২৪ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৭:২১

ঈদ এল, আবার চলেও গেল। কিন্তু আনন্দ ছিল না জেলে পাড়াতে। করোনার ক্রান্তিলগ্নে দেশজুড়ে ঈদের স্বাদ নিরামিষ হলেও নদী উপকূলীয় এলাকায় ছিল নুন বিহীন তরকারির মতো। কারণ ইলিশের শূন্যতাই নুন কেনার সাধ্যই ছিল না উপকূলীয় বাসিন্দাদের।

একদিকে করোনা, অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পানের সঙ্গে যুদ্ধ করেছিল তারা। আম্পানে ক্ষতি যাই হয়েছিল ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে তাদের। কিন্তু মেঘনার ভয়াবহতা আর কৃপণতায় এখন দিশেহারা লক্ষ্মীপুরের জেলেরা।

জালে যখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে, তখন জেলে পল্লীতে উৎসব দেখা দেয়। ঘাটগুলো মাছের মেলায় পরিণত হয়। হাসিখুশিতে দিনকাটে জেলে পল্লীতে। কিন্তু কৃপণ হয়ে গেছে মেঘনা। জাল ফেললেও পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও