কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে সুস্থতার হার ১০ শতাংশ

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৬:৫৬

চট্টগ্রাম মহানগরী ও জেলায় করোনায় সুস্থতার হার ১০ শতাংশ। যেখানে মোট করোনা আক্রান্তের মধ্যে ২৭ শতাংশ ৩১ থেকে ৪০ বছর বয়সী। তুলনামূলকভাবে এখানে বয়স্ক ও শিশুদের আক্রান্তের হার সর্বনিম্ন। চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২৭ মে রাত ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরী ও জেলায় সর্বমোট ২ হাজার ২০০ জন করোনায় আক্রান্ত হন। এদের মধ্যে মারা গেছেন ৬১ জন।

যা মোট আক্রান্তের ৩ শতাংশ। এছাড়া, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯১ জন। যা মোট আক্রান্তের ১০ শতাংশ। সম্পর্কিত খবর ভারতে করোনা তাড়াতে ভক্তের মস্তকছেদ করল পুরোহিত করোনাকালে গণপরিবহন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চালু ও তেলের দাম কমানোর দাবিকরোনাভাইরাস: কাস্টমস-ভ্যাটের ২১ জন আক্রান্ত এদিকে, চট্টগ্রামে মোট আক্রান্তের ২ শতাংশ শিশু।

এছাড়া, ১১ থেকে ২০ বছর বয়সি ৭ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সি ২৪ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সি ১৭ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সি ১৪ শতাংশ ও ৬০ বছরের ঊর্ধ্বে ৮ শতাংশ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও