কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আখাউড়া দিয়ে ভারতে গেলেন আটকে পড়া ১০৬ জন ভারতীয়

সমকাল প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৬:৩৪

এই প্রথম লকডাউন চলাকালে ভারতীয় কর্তৃপক্ষ তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাসের উপস্থিতিতে আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে গেছে ১০৬ জন ভারতীয় নাগরিক। করোনাভাইরাসের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকা পড়েছিলেন তারা।

স্থল বন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে ভারতীয় নাগরিকরা স্থলবন্দরে আসতে শুরু করেন। ঢাকা, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে তারা আখাউড়া স্থল বন্দরে আসেন ভারতে যাওয়ার জন্য। সামাজিক দূরত্ব রক্ষায় পুলিশের পক্ষ থেকে বন্দরের সড়কে গোল চিহ্ন এঁকে দেয়া হয়। তালিকা অনুযায়ী ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করিয়ে একটি দরখাস্ত পূরণের মাধ্যমে (যাদের ভিসার মেয়াদ শেষ) ভারতে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। 

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস জানান, বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে নেয়া হচ্ছে। ওই প্রক্রিয়ায় বৃহস্পতিবার ভারতের আখাউড়া, করিমগঞ্জ ও ডাউকি সীমান্ত চেকপোস্ট দিয়ে ২৩০ জন ভারতে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও