কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রবাসী শ্রমিকদের পক্ষে মত দিলেন সিঙ্গাপুরের ব্যবসায়ীরা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৪:৩৫

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকের সংখ্যা হ্রাস পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী শ্রমিক কমে যাওয়ার কারণে দেশটি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হিমশিম খাবে।

ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়ীদের সংগঠনগুলোও বলছে, প্রবাসী শ্রমিকের সংখ্যা কমে যাওয়ার ফলে সিঙ্গাপুরবাসীর চাকরির প্রত্যাশা ব্যাপকভাবে বিঘ্নিত হবে। সিঙ্গাপুরে থাকা প্রবাসী শ্রমিকদের ব্যাপারে কড়াকড়ির সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। তারা মনে করেন, এতে করে ক্ষতিগ্রস্থ হবে সিঙ্গাপুরের অর্থনীতি।

জানা গেছে, ৩৩ হাজার দু'শ ৪৯ জন সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন। আক্রান্তদের মধ্যে ৯০ শতাংশের বেশিই প্রবাসী শ্রমিক। বিষয়টি গুরুত্ব সহকারে সরকারকে বিবেচনার অনুরোধ করেছেন সে দেশের ব্যবসায়ী নেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও