কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ফিল্ম ক্লাবের সঙ্গে যুক্ত হলেন তথ্য প্রতিমন্ত্রী

এনটিভি প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৪:১৫

এবার বাংলাদেশ ফিল্ম ক্লাবের সঙ্গে যুক্ত হলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। ফিল্ম ক্লাব থেকে অনারারি মেম্বার হওয়ার জন্য আবেদন করা হলে আজ তিনি তাতে সম্মতি দেন এবং আবেদনে স্বাক্ষর করেন। এনটিভি অনলাইনকে ওমর সানী বলেন, ‘আমাদের কমিটি নির্বাচিত হয়েছে গত ৩০ ডিসেম্বর। তারপর থেকে চলচ্চিত্রের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো তুলে ধরার জন্য তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ দরকার। যে কারণে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ ভাইকে আমরা আবেদন করেছিলাম, তিনি যেন আমাদের ক্লাবে অনারারি মেম্বারশিপ গ্রহণ করেন। আজ তিনি আমাদের আবেদনে স্বাক্ষর করেছেন। আমরা সমিতির পক্ষ থেকে উনাকে শুভেচ্ছা জানাই।’

সমিতির সভাপতি অমিত হাসান বলেন, ‘আমাদের সমিতিতে চলচ্চিত্রের সব পেশার মানুষ রয়েছেন। যে কারণে সব সমিতির বিষয়েই এখানে কথা হয়। আমরা চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখতে চাই। তাই চলচ্চিত্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে এখন থেকে সরাসরি তথ্য মন্ত্রণালয়ে তুলে ধরার একটি সুযোগ তৈরি হলো।’

ওমর সানী বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করবে প্রযোজক সমিতি। তবে নির্মাণ করে চালাবে কোথায়, সে জন্য প্রয়োজন আধুনিক সিনেপ্লেক্স। এ ছাড়া আমাদের বেশ কিছু সমস্যা রয়েছে, যার সমাধান প্রয়োজন। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি তথ্য মন্ত্রণালয়ের অধীনে, তাই তারাই পারে আমাদের সমস্যার সমাধান করতে। আমরা আশা রাখি, চলচ্চিত্র আবারও ঘুরে দাঁড়াবে, ইনশা আল্লাহ।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও