কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রিটেনে করোনা মোকাবিলায় শুরু হচ্ছে ‘ট্রেসিং এন্ড টেস্টিং’ পদ্ধতি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৮ মে ২০২০, ১৩:৫৬

করোনাভাইরাস মোকাববিলায় খুব শিগগিরই ‘ট্রেসিং এন্ড টেস্টিং’ পদ্ধতি শুরু করতে যাচ্ছে ব্রিটেন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য জানিয়েছেন। বরিস জনসন জানান, বৃহস্পতিবার কর্মকাণ্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। প্রকল্পটিতে কাজ করবেন ৪০ হাজারের মতো স্বাস্থ্যকর্মী।

এর মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিকে শনাক্তের মাধ্যমে তার সংস্পর্শে আসা বাকিদের করোনা পরীক্ষা করা হবে। অবশ্য কবে নাগাদ নমুনা সংগ্রহ শুরু হবে সেটি নিশ্চিত করেননি তিনি। প্রধানমন্ত্রী বরিসের দাবি, এর মাধ্যমে লকডাউন শিথিলের পথে আরো কিছুটা এগোতে পারবে যুক্তরাজ্য। এদিকে, নীতিমালা লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডমিনিক কামিংসের পদত্যাগের দাবি আরো জোরালো হলো। বরিস জনসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ৬১ আইনপ্রণেতা।

এর আগে ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ে জাতীয় সংক্রমণ বিভাগের পরিচালক অধ্যাপক শ্যারন পিকক জানান, ব্রিটেনে খুব শিগগীরই লোকজন ঘরে বসে নিজেই করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করতে পারবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও