কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাংনীতে ভাইয়ের পর বোন করোনায় আক্রান্ত : ১০ বাড়ি লকডাউন

ইত্তেফাক প্রকাশিত: ২৮ মে ২০২০, ০৯:৫০

মেহেরপুর জেলার গাংনীতে বড় ভাইয়ের পর বোনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের ১০ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় করোনা বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন।

ডা.নাসির উদ্দীন জানান, গত ২৩ মে শনিবার নওদাপাড়া গ্রামের এক বাসিন্দা করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। এরপর গত মঙ্গলবার তার পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়। ল্যাবে পরীক্ষার পর তার বোনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান,করোনায় আক্রান্ত ভাই-বোন সুস্থ রয়েছে। তাদের সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে। এছাড়া করোনায় আক্রান্তদের বাড়িসহ পার্শ্ববর্তী ১০টি বাড়ি লকডাউনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও