কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পলাশে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত

ইত্তেফাক প্রকাশিত: ২৮ মে ২০২০, ০৯:১৬

নরসিংদীর পলাশ উপজেলায় নতুন করে আরও ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন। নতুন ৪ জন নিয়ে পলাশ উপজেলায় ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

নতুন করে করোনা শনাক্তদের মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়ার ১জন পুরুষ ও ১জন নারী, পলাশ বাজারের ১জন পুরুষ এবং পলাশের ডাংগা ইউনিয়নের পূবালী বাজার সংলগ্ন ১জন পুরুষ। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৪ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ীর বাহিরে যাবেনা এবং কেউ প্রবেশ করবেনা। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে।

ওসি শেখ মো. নাসিরউদ্দিন জানান, করোনা শনাক্তের খবর পেয়ে বুধবার রাতেই ৪ জনের বাসা লকডাউন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা যেন তাদের সুবিধা অসুবিধাসহ খাবার পৌঁছে দেন সেজন্য কথা বলা হয়েছে। প্রয়োজনে তারা আমার কাছে ফোন করবে, খাবারসহ যা প্রয়োজন আমি পৌঁছে দিবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও