কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোপালগঞ্জে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত

ইত্তেফাক প্রকাশিত: ২৮ মে ২০২০, ০৯:২১

গোপালগঞ্জে আরও ৬ জনের দেহে নতুন করে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। এরমধ্যে ৫৮ জন সুস্থ হয়েছেন। ১ জন মারা গেছেন। আক্রান্ত ৯৩ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। গোপালগঞ্জের সিভিলসার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কাশিয়ানীতে ৩ জন, কোটালীপাড়ায় ২ জন ও মুকসুদপুরে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরও জানান, এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১ চিকিৎসক সহ ৪৪ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ২৯ জন, গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসক সহ ২১ জন, কোটালীপাড়ায় এক চিকিৎসক ও ২ নার্স সহ ৩২ জন ও টুঙ্গিপাড়ায় ২৬ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও