কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান সস্ত্রীক করোনায় আক্রান্ত

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৮ মে ২০২০, ০১:৩০

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান (৮০)। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার সহধর্মিণীও (৭০)। বুধবার (২৭ মে) তাদের করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

করোনায় আক্রান্ত হয়ে আব্দুর রেজ্জাক মঙ্গলবার থেকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। একই তথ্য দিয়ে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মাসুদ আহমদ তালুকদার জানান, গত ২০ মে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খানের করোনাভাইরাস শনাক্ত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া মঙ্গলবার তাকে ও তার স্ত্রীকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৬৪ সালে ঢাকা জজ আদালতে আইনজীবী হিসাবে হাতেখড়ি হয় আব্দুর রেজ্জাক খানের। এর ৩ বছর পর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন তিনি।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন এই বর্ষীয়ান আইনজীবী। তিনি ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতিও ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও