কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লকডাউন না করে সরকার সমস্যাটা সৃষ্টি করেছে: ফখরুল

ঢাকা টাইমস প্রকাশিত: ২৭ মে ২০২০, ২০:০৮

করোনার সংক্রমণ এড়াতে লকডাউন না করে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা সরকারের ভুল সিদ্ধান্ত ছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘সরকার সবচেয়ে বড় ভুলটা করেছে। তারা কোনো লকডাউন না করে সাধারণ ছুটি দিয়ে এই সমস্যাটা সৃষ্টি করেছে।

’ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। উত্তরার বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাধারণ ছুটি ঘোষণা করে সমস্যার গভীরতাকে উপেক্ষা করা হয়েছে।’ ফখরুল বলেন, ‘সরকার লকডাউন না করে সাধারণ ছুটি ঘোষণা করেছে। তখন তো ছুটির আমেজ আসবে।

তখন কেউ কক্সবাজার যায়, কেউ সিলেট যায়, কেউ বাড়ি যায়, কেউ মামার বাড়ি যায়, কেউ নানার বাড়ি যায়। ওই জায়গায়টাতে সরকার সবচেয়ে বড় ভুলটা করেছে। তারা কোনো লকডাউন না করে সাধারণ ছুটি দিয়ে এই সমস্যাটা সৃষ্টি করেছে।’ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে ভার্চুয়াল কর্মসূচি ঘোষণা করা হয়। ফখরুল বলেন, ‘লকডাউন কথাটা প্রত্যেকটি দেশ ব্যবহার করেছে, প্রত্যেকটি সরকার ব্যবহার করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও