কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাভাইরাস: সুস্থ হলেন আরও ১৬১ পুলিশ সদস্য

চ্যানেল আই প্রকাশিত: ২৭ মে ২০২০, ২০:০০

করোনাভাইরাস: সুস্থ হলেন আরও ১৬১ পুলিশ সদস্য বাংলাদেশ- সেমি লিড - চ্যানেল আই অনলাইন ২৭ মে, ২০২০ ২০:০০ করোনাক্রান্ত আরও ১৬১ জন পুলিশ সদস্য করোনা জয় করে হাসপাতাল ছেড়েছেন।   করোনা উপসর্গ (কোভিড-১৯) নিয়ে এসব পুলিশ সদস্যগণ কেন্দ্রীয় পুলিশ হাসপাতা ও ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হলেন এক হাজারের অধিক করোনা আক্রান্ত পুলিশ সদস্য।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু জানান উন্নত চিকিৎসা নিশ্চিত করায় দিন দিন সুস্থ হয়ে উঠছেন করোনাক্রান্ত পুলিশ সদস্যরা। বুধবার নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও ১৬১ পুলিশ সদস্য। সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৬১ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়।

টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন। বিজ্ঞাপন হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল ও মাস্ক দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলেও জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও