কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবার যুক্তরাজ্যে রেমডেসিভির ব্যবহারের অনুমোদন

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৯:০৬

ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস) কর্তৃপক্ষ জানান, রেমডেসিভির ব্যবহারে করোনা ভাইরাস আক্রান্তদের সুস্থ হতে কম সময় লাগার বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়ার পর এ রোগের চিকিৎসায় নির্ধারিত হাসপাতালে রোগীর উপর ওষুধটি প্রয়োগের অনুমতি দেয়া হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক আশা করছেন, করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাবের পর এই রোগের চিকিৎসায় এটিই সর্ববৃহৎ পদক্ষেপ হতে যাচ্ছে৷

অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির মূলত ইবোলা সংক্রমণের বিরুদ্ধে ব্যবহার করা হয়৷ সম্প্রিত যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থ্যা এফডিএ কোভিড-১৯ রোগের চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমতি দেয়৷ জাপান সরকারও অনুমোদন দিয়েছে৷ এছাড়া, গত বৃহস্পতিবার বাংলাদেশ সরকার একই ধরনের উদ্যোগ নেয়৷

বৃহস্পতিবার বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে তাদের তৈরি রেমডেসিভির তুলে দেন; যেটির ব্র্যান্ড নাম রাখা হয়েছে ‘বেমসিভির’৷ তবে ওষুধটি এখন শুধুমাত্র পরীক্ষামূলকভাবে সরকারি হাসপাতালগুলোতে করোনা ভাইরাস আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে৷ আপাতত ওষুধের দোকানে সেটি পাওয়া যাবে না৷ বেক্সিমকো ফার্মা কর্তৃপক্ষ বিনামূল্যে সরকারি হাসপাতালে ওষুধটি সরবরাহ করছে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও