কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাস্থ্যবিধি মেনে ৩০ মে'র পর চালু হতে পারে যাত্রীবাহী ফ্লাইট

বার্তা২৪ প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৮:৪৯

করোনাভাইরাসের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আকাশপথে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ মে। নিষেধাজ্ঞার এই সময়সীমার পরই চালু হতে পারে সব যাত্রীবাহী ফ্লাইট।

জানা গেছে, দেশের চলমান করোনা পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে সরকারি ছুটি আর বাড়ছে না। ফলে ৩১ মে থেকেই খুলছে অফিস। আর সেদিন থেকেই বিমান কর্তৃপক্ষ নিজ ব্যবস্থাপনায় ফ্লাইট পরিচালনা করতে পারবে।সরকারের এমন নির্দেশনার পর ফ্লাইট চালুর বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে বিমান মন্ত্রণালয়।

এ বিষয়ে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বার্তা২৪.কমকে বলেন, কোভিড-১৯ বাংলাদেশে আক্রান্তের শুরু থেকেই আমরা বিমানে সকল ধরনের সেফটির ব্যবস্থা নিয়েছি। সরকারি সিদ্ধান্তে যেহেতু ৩০ মে'র পর প্লেন চলাচলের বিষয়টি ওপেন করে দেয়া হয়েছে, আমরা সবার সঙ্গে বসে কিভাবে ফ্লাইট চালু করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব। আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও