কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে এনে পুত্রবধূর চুল কেটে দিলেন শাশুড়ি

ডেইলি বাংলাদেশ রসুলপুর, দ্বেবিদ্বার, কুমিল্লা প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৮:৩২

কুমিল্লার দেবিদ্বারে ঈদের দাওয়াত দিয়ে বাড়িতে এনে বেধড়ক মারধর করে পুত্রবধূর চুল কেটে দিয়েছেন এক পাষণ্ড শাশুড়ি।
ঈদের দিন সন্ধ্যায় (সোমবার) উপজেলার রসুলপুর ইউপির গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার পুত্রবধূর নাম সানজিদা।

এ ঘটনায় বুধবার বিকেলে দেবিদ্বার থানায় শাশুড়িসহ চারজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূর স্বামী মো.নাজিম।
অভিযুক্তরা হলো, গোপালনগর গ্রামের আ. রহিমের দুই ছেলে নাজমুল, হাসান, শাশুড়ি নাসিমা বেগম ও নাজমুলের স্ত্রী ফারজানা বেগম।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, প্রেমের সম্পর্কের কারণে দুই বছর আগে পরিবারকে না জানিয়ে সানজিদাকে বিয়ে করেন নাজিম। পরিবারের লোকজন বিয়ে মেনে না নিয়ে স্ত্রী সানজিদাকে ডিভোর্স দিতে নাজিমকে তার পরিবারের পক্ষ থেকে জোর ও চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হওয়ায় নাজিম ও তার স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। পরে নাজিম স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী এলাকার একটি বাড়িতে ভাড়ায় আশ্রয় নেয়। এরইমধ্যে নাজিম-সানজিদার একটি ছেলে সন্তান হয়, যার বর্তমান বয়স আট মাস।

ভুক্তভোগী সানজিদা আক্তার বলেন, বিয়ের পর থেকে আমার শাশুড়ি তার অন্য ছেলেদের সহযোগিতায় আমার স্বামী ও আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি, মারধর ও শারীরিক নির্যাতন করে আসছিলো। ঈদের দিন তারা আমাদের দাওয়াত দেয়। আমরা মনে করেছি তারা সব ভুলে আমাদের মেনে নিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও