কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাভাইরাস : দেশে ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৬ জন

এনটিভি প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৬:০৫

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে ৩৪৬ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৯২৫ জনে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নভেল করোনাভাইরাস-সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বুলেটিনে ডা. নাসিমা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৫৪৪ জন।এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক হাজার ৫৪১ জন। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত মোট ৩৮ হাজার ২৯২ জন রোগী রয়েছে।

অধ্যাপক নাসিমা জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে সাত হাজার ৯২৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছে ৩৪৬ জন। এদিকে, গতকালের চেয়ে আজ ৩৭৫ জন বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্ত শনাক্ত হয়েছিল এক হাজার ১৬৬ জন। আজ আক্রান্ত শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৫৬ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও