কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ট্রাম্পের টুইটে ‘সত্য যাচাই করুন’ লেবেল সেঁটে দিল টুইটার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৫:৫২

নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি টুইট করেছিলেন। সেই টুইট দুটির নিচে ‌‘ফ্যাক্ট চেকিং ট্যাগ’ সেঁটে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। সেখানে ক্লিক করলে লম্বা একটা পেজ আসছে, যাতে দেখা যাচ্ছে ট্রাম্প যে দাবি করছেন তা আসলে অসত্য। টুইটার প্রকৃত খবর যাচাই করতে বলছে সবাইকে। টুইট করা নিয়ে ট্রাম্পের জুড়ি নেই।

টুইটার তার প্রিয় যোগাযোগ মাধ্যম। যখন যা ইচ্ছে মনে হয় তাই সেখানে লিখে জানান দেন তার ৮ কোটির বেশি অনুসারীকে। বিবিসি বলছে, প্রথমবারের মতো বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্টের টুইটে ‘ফ্যাক্ট চেকিং’ লেবেল সেঁটে দিল টুইটার কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ এড়াতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ নাগরিক ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে চান না; সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য প্রকাশের পর এখন ‘মেইল ইন বক্স’ পদ্ধতি নিয়ে আগ্রহ বেড়েছে। এটার প্রয়োগ করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে দেশটিতে।

এ নিয়ে ট্রাম্প তার টুইটে লেখেন, ‘কোনো উপায় নেই (শূন্য!) মেইল-ইন ব্যালটগুলো ব্যাপক জালিয়াতির চেয়ে কম কিছু হবে না।’ ব্যালট ছিনতাই এবং জালভোট বাড়বে বলে দাবির পর ট্রাম্পের মন্তব্যকে রাজনৈতিক স্পর্শকাতর বিবেচনা করে তাতে প্রথমবার ‘ফ্যাক্ট চেক’ সিল যুক্ত করে টুইটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও