কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সালমান খান ঈদে ৫ হাজার দুঃস্থকে দিলেন শির-খুরমা

নয়া দিগন্ত প্রকাশিত: ২৭ মে ২০২০, ১৪:৫০

ঈদ মানেই অভিনেতা সালমান খানের আপ্যায়নের তালিকায় থাকে বিশেষ কিছু। প্রতিবারই ঈদে তার ছবি মুক্তির জন্য অপেক্ষা করে থাকেন তার অনুরাগীরা। কিন্তু এবার করোনা সংক্রমণের জন্য বদলে গিয়েছে সবকিছুই। বন্ধ বিনোদন জগতও। তাই একেবারে অন্যভাবে ঈদ উদযাপন করলেন সল্লু ভাই। লকডাউনের মধ্যে দুঃস্থদের পাশে দাঁড়ালেন এই বিশেষ দিনে। এমনিতেই তিনি লকডাউনে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। দিন আনা দিন খাওয়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছেন। ঈদেও ব্যতিক্রম হল না। ৫ হাজার দুঃস্থদের পরিবারেকে কাছে পৌঁছে দিলেন ঈদ স্পেশাল কিট।

এই কিটে তিনি শির ও খুরমা বানানোর সমস্ত উপকরণ পাঠিয়েছেন। এর জন্য টুইটারে রাহুল এম কানাল নামে এক ব্যক্তি সালমান খানকে ধন্যবাদ জানান। এছাড়াও নিজের বাগানের সবজি ও ফলও এদিন বিতরণ করেছেন অভিনেতা। এখানেই শেষ নয়। ঈদের দিন সম্প্রীতির বার্তা দিয়ে হিন্দু-মুসলিম ভাই ভাই বলে একটি গান গেয়ে গান প্রকাশ করেছেন সালমান।

এছাড়াও মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির এমন ২৫ হাজার শ্রমিক পরিবারের দায়িত্ব নিয়েছেন সালমান। জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, লকডাউন যতদিন চলবে ততদিন এই ২৫ হাজার শ্রমিকের ও তাদের পরিবারের অন্ন সংস্থান করবেন সালমান। সালমানের স্বেচ্ছা সংস্থা বিইং হিউম্যানের দ্বারাই এই ব্যবস্থা হয়েছে। বান্দ্রার যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানকরা সমস্ত কর্মী ও নিরাপত্তারক্ষীদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সালমানেরই পরিবার। জানিয়েছেন সল্লু ভাইয়ের বাবা সেলিম খান। তার কথায়, যারা সারা বছর পাশে থেকে কাজ করে, এই দুর্দিনে তাদের পাশে থাকাটাও জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও