কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হলেন মুশফিক

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মে ২০২০, ১০:২৫

আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (২৬ মে) ছিল সেই আনন্দক্ষণ দিন বাংলাদেশ জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের জন্য। করোনাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব মুশফিক আগেই জানিয়েছিলেন, আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ বছর কাটিয়ে দেওয়া উপলক্ষে ভক্ত-সমর্থকদের ‘সারপ্রাইজ’ দেবেন তিনি। কথা রেখেছেন মুশফিক। মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক লাইভ ভিডিওতে সেই সারপ্রাইজ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

জানিয়েছেন, ‘এমআর১৫ ফাউন্ডেশন’ অর্থাৎ মুশফিকুর রহিম ১৫ ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছেন তিনি। ফাউন্ডেশনের জন্য ভক্ত-সমর্থকদের কাছ থেকে লোগো আহ্বান করেছেন মুশি। বিজয়ী ডিজাইনারকে পুরস্কৃত করার পাশাপাশি মুশফিকের সব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লোগো ব্যবহৃত হবে। এছাড়া সেরা পাঁচ ডিজাইনার পাবেন মুশফিকের সঙ্গে ডিনার করার সুযোগ।  মুশফিক তার প্রায় ৫ মিনিটের লাইভে বলেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও জানি, এবারের ঈদ করোনার কারণে অধিকাংশ মানুষেরই আনন্দ থেকে বেদনাদায়কই হয়েছে বেশি। তবুও আমরা বিশ্বাস করি এবং দোয়া করি খুব তাড়াতাড়িই বাংলাদেশসহ পুরো বিশ্ব করোনা থেকে মুক্তি পাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও