কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৬০০ কর্মী ছাঁটাই করেছে উবার ইন্ডিয়া

চ্যানেল আই প্রকাশিত: ২৬ মে ২০২০, ১৩:০৫

করোনাভাইরাসে দীর্ঘ সময়ে লকডাউনের মধ্যে ৬০০ কর্মীকে ছাঁটাই করেছে উবার ইন্ডিয়া। মঙ্গলবার উবার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিস্তারকে রোধ করতে ভারতে লকডাউনের চতুর্থ পর্যায়ে রয়েছে। এতদিনের লকডাউনের জেরে দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়েছে এবং দেশজুড়ে বিভিন্ন সংস্থায় চলছে ব্যাপকহারে ছাঁটাই।

এ ধারায় এবার যুক্ত হয়ে উবার ইন্ডিয়ার এই পদক্ষেপ। উবার ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার সভাপতি প্রদীপ পরমেশ্বরণ এক বিবৃতিতে বলেন, ‘ড্রাইভার এবং রাইডারসহ অন্যান্য বিভাগেও প্রায় ৬০০ জন ফুল টাইম কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে কোভিড-১৯ এর প্রভাব এবং কবে কী পরিস্থিতি স্বাভাবিক হবে, এই অনিশ্চয়তার ফলে উবার ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার কাছে কর্মীদের সংখ্যা ছাঁটাই ছাড়া অন্য কোনও বিকল্প ছিল না।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি থেকে জানা যায়, লাভজনক অবস্থানে থাকার জন্য গত সপ্তাহে উবার ইন্ডিয়ার মূল সংস্থা মার্কিন উবার টেকনোলজিস ২৩ শতাংশ কর্মী ছাঁটাই করার ঘোষণা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও