কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লালমনিরহাটে কালবৈশাখীতে লন্ডভন্ড ৫ গ্রাম

ইত্তেফাক প্রকাশিত: ২৬ মে ২০২০, ০৮:৫২

কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের ৫টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী লন্ডভন্ড করে দিয়েছে। এতে কাঁচা, আধা-পাঁকা ঘরবাড়ি, গাছপালা, পাঁকা ধান ক্ষেত, ভুট্টাক্ষেত, হাঁসমুগীর খামারসহ সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, সোমবার সকালের দিকে উত্তর পশ্চিম দিক থেকে প্রচণ্ড বেগে কালবৈশাখী আঘাত ঘানে। এতে প্রায় ৩শ পরিবারে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। ঝড়ের সময় গাছেরর ডাল পড়ে তিনজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হল বান্দের কুড়া, শিয়ালখোয়া, নিথক ও চলবলা মদনপুর।

চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিষয়টি সকালেই উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন অফিসারকে অবগত করেছি। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেছি এবং তাদের তালিকা ও ক্ষতির পরিমান নিরূপনের কাজ চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও