কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোপালগঞ্জে ঢাকা-নারায়ণগঞ্জফেরত ৭ জনের করোনা শনাক্ত

সমকাল প্রকাশিত: ২৫ মে ২০২০, ২১:০৫

গোপালগঞ্জে ঢাকা ও নারায়ণগঞ্জফেরত ৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে। এদের মধ্যে ৫৬ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের। আক্রান্ত ৭৩ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এসেছে। আক্রান্তদের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের বাড়িঘর লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও