কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বরিশাল বিভাগে নতুন করে ২৯ জন করোনায় আক্রান্ত

বার্তা২৪ প্রকাশিত: ২৫ মে ২০২০, ১৫:৪৪

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে। বিভাগে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬৯ তে। এর মধ্যে ১২১ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছেন। নতুন শনাক্তের মধ্যে বরিশালে দুই নার্সসহ ১৫ জন, পিরোজপুরে ৯ জন, বরগুনায় ৪ জন, পটুয়াখালীতে একজন রয়েছেন। সোমবার (২৫ মে) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্রে জানা গেছে, নতুন ২৯ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সবচেয়ে বেশি ১৫৬, পিরোজপুরে ৬২, বরগুনায় ৫৩, পটুয়াখালীতে ৪২, ঝালকাঠিতে ৩৪, ভোলায় ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট সুস্থের মধ্য বরিশালে ৪১, বরগুনায় ৩৪, পটুয়াখালীতে ২৫, ঝালকাঠিতে ১৩, পিরোপুরে ৬ ও ভোলায় দুইজন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের মুলাদীতে একজন, নলছিটিতে একজন, পটুয়াখালীর সদর উপজেলায় একজন, মির্জাগঞ্জে একজন, দুমকিতে একজন, বরগুনার আমতলীতে একজন ও বেতাগীতে একজন রয়েছেন। বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও